অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভার নির্বাচনে শেষ দফার ভোট গ্রহন অনুষ্ঠিত


পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভার নির্বাচনে আজ ষষ্ঠ তথা শেষ দফার ভোট গ্রহন অনুষ্ঠিত হয় রাজ্যের দুই জেলা পূর্বমেদিনীপুর ও কোচবিহারে। এই দুই জেলার মোট পচিশটি বিধান কেন্দ্রের ভোটগ্রহনে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যনুযায়ী আজ বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে আশি শতাংশের কিছু বেশী। যদিও নির্বাচন কমিশন জানিয়েছেন সন্ধ্যা ছ টা পর্যন্ত ভোট গ্রহন চলার পর শতাংশ টা কিছু বাড়তেও পারে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এদিন দুই জেলাতেই ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে। এদিন নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের দফতরে তেরোশো মতোন অভিযোগ জমা পড়ে। যদিও বেশীর ভাগ অভিযোগ নির্বাচন কমিশন দ্বারাই এদিন নিষ্পত্তি করা সম্ভব হয়। সর্ব্বোপরি আজকের ভোটদান পর্বে সবচেয়ে উল্লেখ যোগ্য বিষয় রাজ্যের কোচবিহার অর্ন্তগত ছিটমহল বাসীরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এতদিন তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত থাকলেও এবারই প্রথম তারা নির্বাচনে ভোট দানে অংশ নিলেন। এদের মধ্যে আজকের ভোটদাতাদের মধ্যে ছিটমহলের উল্লেখযোজ্য ভোটদাতা ছিলেন একশোতিন বছর বয়সী আসগর আলী যিনি জীবনে এই প্রথম ভোটদানে অংশ নিলেন।

XS
SM
MD
LG