অ্যাকসেসিবিলিটি লিংক

টাকা তোলার লাইনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মৃত্যু হল তিন জনের


টাকা তোলার লাইনে দাঁড়িয়ে শুক্র আর শনিবারে পশ্চিমবঙ্গে মৃত্যু হল তিন জনের। সারা দেশে এই সংখ্যাটা ৭৭-এ পৌঁছল বলে জানা যাচ্ছে। নতুন মাসের ৩ তারিখ গড়িয়ে গেল। মাস চালাবার জন্য টাকার জন্য আর অপেক্ষা করবার সময় নেই। মানুষ টাকা জোগাড়ের মরীয়া চেষ্টায় ব্যাঙ্কের ক্যাশ কাউন্টার বা এটিএম-এর লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছেন ধৈর্যের। ব্যাঙ্কে বাড়তি টাকা পাঠানোর প্রতিশ্রুতি ছিল সরকারের তরফে। কিন্তু যা চাহিদা, তা মিটছে না ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও। ব্যাঙ্ক ও এটিএমের সামনে ঘনঘন নোটিস পড়ছে টাকা না-থাকবার। শনিবার হুগলি জেলার ব্যান্ডেলে ব্যাঙ্কের সামনে লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল ৫০ বছর বয়সী অলোক রায় চৌধুরীর। আশ্চর্যের কথা এই, চোখের সামনে একজনকে লুটিয়ে পড়তে দেখেও লাইন ভেঙে কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে এলেন না।টাকার লাইন যেন অমানবিক করে দিয়েছে মানুষকে। শুক্রবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় প্রাণ গেল ৭২ বছরের রবীন মুখার্জির। অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘিতে মারা গেলেন ৮০ বছর বয়সী বিশ্বদেব নস্কর। টাকার জোগান স্বাভাবিক না হলে এই মৃত্যু মিছিলের বিরতির সম্ভাবনা নেই।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG