অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে তিনটি ইস্পাত সংস্থা জমি ফিরিয়ে দিয়েছে, ল্যান্ড ব্যাঙ্কে জমির পরিমাণ বৃদ্ধি


<h1 class="pg-title">ፕረዚደንት ሱዳን ዑመር ኣል በሽር ካብ መዝነቶም ወሪዶም</h1>
<h1 class="pg-title">ፕረዚደንት ሱዳን ዑመር ኣል በሽር ካብ መዝነቶም ወሪዶም</h1>

২০০৭ সাল থেকে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার রঘুনাথপুরে তিন-তিনটি ইস্পাত প্রকল্প নির্মাণের কথাবার্তা চলছিল। কিন্তু আন্তর্জাতিক ইস্পাত শিল্পে মন্দা চলছে, এ কথা বলে তিন সংস্থাই - জয় বালাজি, আধুনিক এবং শ্যাম স্টিল - প্রকল্প থেকে পিছিয়ে গেল। প্রকল্পের জন্য সরকার তাদের যে মোট ২,৪৫০ একর জমি দিয়েছিল, তা-ও ওরা রাজ্যকে ফেরত দিয়ে দিচ্ছে। এ ঘটনা রাজ্যের পক্ষে এক দিকে যেমন হতাশার, অন্য দিকে, এই ২,৪৫০ একর শিল্পের জন্য তৈরি জমি হাতে ফেরত আসায় রাজ্যের ল্যান্ড ব্যাঙ্কে এখন জমির পরিমাণ বেড়ে দাঁড়াল কম-বেশি ৭,০০০ একর। নতুন উদ্যোগীদের তা থেকে জমি দেওয়া যাবে। এক লগ্নি গেল, কিন্তু, নতুন লগ্নির জন্য পথ সুগম হল - অন্তত এ ভাবেই বিষয়টিকে দেখছেন রাজ্যের শিল্পোন্নয়ন নিগম কর্তৃপক্ষ।
সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG