অ্যাকসেসিবিলিটি লিংক

১৯ মে, পশ্চিমবঙ্গের ভোট গণনার সময় নিয়মকানুন কড়া করল নির্বাচন কমিশন


FILE - Indian Prime Minister Narendra Modi is seen speaking at an election rally of the ruling Bharatiya Janata Party (BJP), in Kolkata, India, April 17, 2016.
FILE - Indian Prime Minister Narendra Modi is seen speaking at an election rally of the ruling Bharatiya Janata Party (BJP), in Kolkata, India, April 17, 2016.

কয়েক মাস আগে বিহার বিধানসভার ভোট গণনার সময় দফায় দফায় আসম্পূর্ণ ফল বাইরে প্রচার হয়ে গিয়ে নানান সমস্যা হয়েছিল।

১৯ মে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ভোট গণনার সময় তেমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নিয়মকানুন কড়া করল নির্বাচন কমিশন। সকাল সাতটার মধ্যে ৩০০টি স্ট্রং রুম থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলি নিয়ে আসা হবে ৯০টি গণনা কেন্দ্রে। তারপর টানা গণনা চলবে। গণনা শেষ না হওয়া পর্যন্ত বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্র ছেড়ে যেতে পারবেন না। বাইরে থেকে চা বা খাবার আনা-নেওয়াও বারণ।

পকেটে মোবাইল নিয়েও ভেতরে যেতে পারবেন না এজেন্টরা। মূল লক্ষ্য হল, অসম্পূর্ণ ফল আগাম প্রচার করে বাইরে অবান্তর রাজনৈতিক উত্তেজনা যেন তৈরি না হয়। একেক কেন্দ্রের গণনা শেষ হলে একমাত্র কমিশনের তরফেই চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে। ফলে এ বার ভোটের ফল বেরোতে বেশ দেরি হবে বলেই মনে হচ্ছে।
বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG