অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অর্থনীতির প্রভাব কি পড়তে পারে - এ নিয়ে আলোচনা


আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ‘যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ওপর অর্থনীতির প্রভাব’।

আমাদের আজকের এ অনুষ্ঠানের জন্যে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন যুক্তরাষ্ট্রের উইসকানসিন য়ুনিভার্সিটির প্রাক্তন শিক্ষক, রৌয বুশ প্রফেসার ডক্টর জিল্লুর রহমান খান (অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফ্লোরিডা থেকে ) , ইউ এন ডি পির পরিচালক বিশিষ্ট অর্থনীতিবীদ ডক্টর সেলিম জাহান ( নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন অনুষ্ঠানে ) এবং নিউ ইয়র্ক থেকেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রবীন সাংবাদিক-ভাস্যকার-বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহ । এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন বা মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে ।

ভালো কথা বলে রাখতে চাই এ অনুষ্ঠানের লক্ষ কারো প্রতি - কোনো দল , গোত্র , সম্প্রদায় বা দেশ–কাল-পাত্রের প্রতি অঙ্গুলি নির্দেশ নয় – লক্ষ নিখাদ জ্ঞানানূশীলন । আর হ্যাঁ প্রশ্ন বা মন্তব্য যাই হোকনা কেন , সংক্ষিপ্ত করলে বাধিত হবো । অতিথি উত্তরদাতাদের প্রতিও মন্তব্য বিশ্লেষন সংক্ষিপ্ত করার সনির্বন্ধ অনুরোধ রইলো ।

XS
SM
MD
LG