অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম আফ্রিকায় ইবোলার মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে


বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান পশ্চিম আফ্রিকীয় দেশগুলোর প্রেসিডেণ্টদের সতর্ক করে বলেছেন, ঐ দেশগুলোতে যে হারে ইবোলার মহামারি ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণের প্রচেষ্টা সেই গতিতে এগুচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, মার্গারেট চ্যান বলছেন, এই মহামারি্র প্রাদুর্ভাব বাড়ছে এবং এর পরিণতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। বহু মানুষ প্রাণ হারাবে এবং আর্থসামাজিক কাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তিনি গিনির রাজধানী কোনার্কিতে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন।

নেতারা একত্রিত হয়ে ১০ কোটি ডলারের জরুরি তহবিলের ব্যবস্থা করেছেন। প্রধানত দেশগুলোতে শত শত স্বাস্থ্য কর্মী পাঠানোর কাজে ঐ অর্থ ব্যয় হবে।

এ পর্যন্ত এই মহামারিতে ৭০০ মানুষ মারা গেছে।

ওদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আফ্রিকী সম্মেলন শুরু হতে যাচ্ছে। অবশ্য সিয়েরা লিওন ও লাইবেরিয়ার নেতারা ইবোলা পরিস্থিতির কারণে তাদের সফর বাতিল করেছেন।

XS
SM
MD
LG