অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম আফ্রিকি নেতারা বাগবোকে ক্ষমতা থেকে সরে যেতে বলছেন


পশ্চিম আফ্রিকি প্রেসিডেন্টরা অইভরি কোস্টে এসে পৌছাচ্ছেন
পশ্চিম আফ্রিকি প্রেসিডেন্টরা অইভরি কোস্টে এসে পৌছাচ্ছেন

পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের বেশ ক’জন প্রেসিডেণ্ট – আইভরী কোস্টের ক্ষমতাসীন প্রেসিডেণ্ট লরাঁ বাগবো ক্ষমতা ছেড়ে দিয়ে গত মাসের যে নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দী প্রার্থি জয়ী হয়েছেন বলে ফলাফলে দেখা গিয়েছে সে নির্বাচনের রায় মেনে নিন বলে দাবী জানাতে চ’লেছেন । সিয়েরা লিওন , কেপ ভর্ডী এবং বেনিনের প্রেসিডেণ্টরা পশ্চিম আফ্রিকী আঞ্চলিক গোষ্ঠী ইকোওয়াসের পক্ষ থেকে মঙ্গলবার আইভরী কোস্টের রাজধানী আবীদ জান গিয়ে পৌঁছোন । মি: বাগবো ক্ষমতা ছাড়তে রাজি না হ’লে ইকোয়াস শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ।আলাসানে ওয়াত্তারার মূখপাত্র বলেন – এটাই বোধকরি শেষ একটা সূযোগ ।

আইভরী কোস্টের জনৈক ছাত্র বলেন – দু’জন প্রেসিডেণ্ট হতে পারে না । একজন প্রেসিডেণ্ট আরেকজন ভাইস প্রেসিডেণ্ট হতে পারেন । বসে আলোচনা ক’রে নিলেই তো মিটে যায় ।

পদত্যাগ করলে মি:বাগবোর জন্যে ইকোয়াস পক্ষ রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা ক’রে দেবেন ব’লেও ধারণা করা হ’চ্ছে । মি:বাগবোর প্রতিদগ্বন্দী আলাসানে ওয়াত্তারা ক্ষমতাসীন প্রেসিডেণ্টকে পদত্যাগে বাধ্য করানোর লক্ষে সোমবার দেশব্যাপি ধর্মঘটের ডাক দিয়েছিলেন ।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG