অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গে রাজনৈতিক হত্যার পর , চলছে পরস্পর দোষারোপ


পশোক মিছিলের প্রতিবাদ সভায় তৃণমূল নেত্রী এবং কেন্দ্রীয় রেল মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
পশোক মিছিলের প্রতিবাদ সভায় তৃণমূল নেত্রী এবং কেন্দ্রীয় রেল মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

শুক্রবার পশ্চিম বঙ্গের লালাঘরে রাজনৈতিক সংঘর্ষের সময়ে , সি পি এম সমর্থকদের গুলিতে সাতজন তৃণমুল সমর্থকদের নিহত হবার ঘটনা নিয়ে সারাটা শনিবার সেখানে চললো রাজনৈতিক চাপান উতোর। রাজ্যের নির্বাচনী প্রস্তুতি দেখতে আগেই কোলকাতায় এসেছিলেন নির্বাচ কমিশনের তিন জন সদস্য। তাদেঁর সঙ্গে দেখা করে কংগ্রেস নেতারা দাবি করেন বিধান সভা নির্বাচন এগিয়ে আনা হোক এই হিংসাত্মক পরিবেশের পরিপ্রেক্ষিতে।

ওদিকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন শুক্রবার যা হয়েছে ভাল হয়নি। তিনি বলেন যে সব দলেরই সংযত থাকা উচিৎ এবং রাজ্যে যেন শান্তি বজায় থাকে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় শুক্রবার সন্ধ্যায় মেদিনিপুর চলে গিয়ে , দেখা করেছিলেন হাসপাতালে ভর্তি গুলির আঘাতে আহতদের সঙ্গে। শনিবার তিনি নিহতদের নিয়ে মিছিলে যোগ দেন। ও দিকে লালগড়ে আবার পাল্টা মিছিল করে সি পি এম ও। কোলকাতায় পশ্চিম বঙ্গের স্বরাষ্ট্র সচিব বলেন যে এই ঘটনায় মাওপন্থিদের জড়িত থাকা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG