অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটনে বোমা হামলার হুমকিতে হোয়াইট হাউজের প্রেস ব্রিফিং বিঘ্নিত


টেলিফোনে ওয়াশিংটন ডিসির মেট্রপলিটান পুলিশ বিভাগকে বোমা হামলা চালানোর হুমকি দেওয়ার পর , যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের কর্মীরা মঙ্গলবার বিকেলে , সংবাদদাতাদের হোয়াইট হাউজের ব্রিফিং কক্ষ থেকে বের করে দেয়।

হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্টের অবহিতকরণের সময়ে ঐ কক্ষটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়।

সিক্রেট সার্ভিসের একটি কুকুর ঐ জায়গাটি শুকেঁ দেখে। অল্প কিছুক্ষণ পরই সাংবাদিকরা ঐ কক্ষে ফিরে আসেন এবং তাদের অবহিত করার কাজ আবারও শুরু হয়।

এর আগে ডার্কসেন সেনেট অফিস ভবনে একটি সন্দেহজনক প্যাকেট সংক্রান্ত হুমকি পাওয়ার দরুণ , বিমান বন্দরের নিরাপত্তা বিষয়কএকটি সেনেট শুনানী বন্ধ করে দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ ঐ ভবনের বেশ অনেকগুলি কক্ষই খালি করায় কিন্তু বিপজ্জনক কোন বস্তু সেখানে পায়নি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট বলছেন যে এই দুটি হুমকির মধ্যে কোন যুগসুত্র আছে কী না , সেটি তাঁর জানা নেই।

XS
SM
MD
LG