অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পরমাণু প্রধান পারমানবিক বিষয়ে আলোচনায় সমঝোতা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন


ইরানের পরমাণু প্রধান বলছেন যে পারমানবিক বিষয়ে আলোচনায় অধিকাংশ বিষয়ে ইরানী কর্মকর্তারা , যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীদের সঙ্গে সমঝোতায় পৌছুছেন। তবে হোয়াইট হাউস এখনই কোন চুক্তিতে পৌছুনোর আশাবাদকে খাটো করেই দেখছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আলী আকবর সালেহী বলেন যে একটা গুরুত্বপূর্ণ মতপার্থক্য এখন ও রয়ে গেছে , যা কীনা মঙ্গলবার রাত নাগাদ কর্মকর্তারা নিস্পত্তি করার চেষ্টা করবেন। তিনি বলেন যে সেটা হলে , সুইজারল্যান্ডে আলোচনারত সকল পক্ষই প্রাযৌক্তিক বিষয়ে সকলেই একমত হবেন। তবে সেই মতপার্থক্যটি ঠিক কোন বিষয়ে ,সেটা তিনি বলেননি।

এ দিকে মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইটন হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন যে গত বছর থেকে দু পক্ষই অনেকখানি অগ্রগতি সাধন করেছে তবে সমঝোতায় পৌছুনোর সম্ভাবনা ৫০ শতাংশ।

আলোচনায় কর্মকর্তারা এমন একটি রূপরেখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছুনোর চেষ্টা করছেন যা এ ব্যাপারটি নিশ্চিত করবে যে ইরানের পারমানবিক কর্মসূচী শান্তিপূর্ণ । তার বদলে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

XS
SM
MD
LG