অ্যাকসেসিবিলিটি লিংক

জিকা ভাইরাস দক্ষিন আমেরিকায় প্রচন্ড গতিতে ছড়িয়ে পড়তে পারে: ডব্লিউএইচও


বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভাতে একটি বৈঠকের আয়োজন করছে, যেখানে সিদ্ধান্ত নেয়া হবে জিকা ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য জরুরি পরিস্থিতি ঘোষনা করা হবে কিনা।

২০১৩ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা'র ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন পদক্ষেপ নেয়ায় দেরি করেছিল, সেই তুলনায় এবারের মশাবাহিত জিকা ভাইরাসের সংক্রমণ রোধের ব্যাপারে তারা বেশ তৎপরতা দেখাচ্ছে। আগেরবার ইবোলা সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জিকা ভাইরাস দক্ষিন আমেরিকায় প্রচন্ড গতিতে ছড়িয়ে পড়ছে বলে সন্দেহ করা হচ্ছে। এই ভাইরাসের কারণে নতুন জন্ম নেয়া শিশুর দেহে ত্রুটি থাকতে পারে।

XS
SM
MD
LG