অ্যাকসেসিবিলিটি লিংক

ইবোলা চিকিতসায় অপরিক্ষীত ওষুধ নৈতিক বিবেচনায় সিদ্ধঃ মত বিশ্বস্বাস্থ্য সংস্থার


পশ্চিম আফ্রিকায় মারাত্মক ধরণের ইবোলা ভাইরাসের প্রাদূর্ভাব যে ছড়িয়ে পড়েছে তা প্রতিরোধে অপরিক্ষীত ওষুধ দিয়ে চিকিতসা করা নৈতিক বিবেচনায় সিদ্ধ বলে মত দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

জাতিসংঘ মংগলবার জানিয়েছে যে এই ধরণের ওষুধ ব্যবহারের আগে অবশ্যই রোগীর মত নিতে হবে, ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে এবং গোপনীয়তা রক্ষা করা হবে।

এই বিষয়ে সোমবার যখন বিশ্বস্বাস্থ্য সংস্থায় আলাপ আলোচনা এবং বিতর্ক হয় তখন ওদিকে লাইবেরিয়ার কর্মকর্তারা আশা করছেন যে আমেরিকার কাছ থেকে দ্রুত ইবোলা ভাইরাস চিকিতসার জন্য পরিক্ষামূলক ওষুধটি তারা পাবেন। ইবোলায় আক্রান্ত দুজন চিকিতসককে ঐ ওষুধ দিয়ে চিকিতসা করা হচ্ছে।

জিম্যাপ নামের ওষুধটি মানুষের ক্ষেত্রে নিরাপদ এমন বিষয়টি পরিক্ষা করা হয়নী।

হু জানিয়েছে, ফেব্রুয়ারী মাসে এই মহামারী শুরুর পর এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গিনি, লাইবেরিয়া এবং সিয়েরালিয়নে সবচাইতে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

XS
SM
MD
LG