অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পশ্চিম আফ্রিকায় ইবোলা রোগের প্রকোপ ভাইরাস সংক্রমণের সব চেয়ে বড় চ্যালেঞ্জ।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে পশ্চিম আফ্রিকায় বর্তমানের ইবোলা রোগের প্রকোপ হচ্ছে এ পর্যন্ত ভাইরাস সংক্রমিত হবার সব চেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক কেইজি ফুকুদা বলছেন যে এই মহামারী নিয়ন্ত্রণে আরও চার মাস লেগে যেতে পারে । এর ফলে ১১০ জনের ও বেশি মারা গেছেন।

এই রোগ সংক্রমণের কেন্দ্র বিন্দু হচ্ছে গিনি , সেখানে ১৫৭ জন নিশ্চিত কিংবা সন্দেহ করা হচ্ছে ইবোলায় আক্রান্ত হয়েছে। আরও ২১ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন লাইবেরিয়ায়।

মঙ্গলবার জিনিভিায় এক সংবাদ সম্মেলনে ফুকুদা বলেন যে বর্তমান এই সংক্রমণ বিশেষ ভাবে চ্যালেঞ্জের ব্যাপার কারণ এটি ছড়িয়েছে ব্যাপক এলাকা জুড়ে।
XS
SM
MD
LG