অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় রাশিয়ার ক্ষেপনাস্ত্র ব্যবহার সম্পর্কে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সিরিয়ায় সামরিক অভিযানে রাশিয়ার আরও অধিক বিমান প্রতিরক্ষা ক্ষেপনাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করছে ।

পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক রাশিয়াকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে আহ্বান জানিয়েছেন যে তারা সিরিয়ায় ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপনাস্ত্র ব্যবস্থা কেন মোতায়েন করছে।

কুক বলেন , “ যে দুটি গোষ্ঠি সম্পর্কে রাশিয়া বলেছে তারা উদ্বিগ্ন সেই আইসিল অর্থাৎ আই এস এর কোন বিমান বাহিনী নেই , নুসরা ফ্রন্টের ও নেই । সিরিয়ার আকাশ সীমায় যে সব বিমান উড়ছে সেগুলো হয় সিরিয়ার , নয়ত রাশিয়ার নয়তো যুক্তরাষ্ট্র নের্তৃত্বাধীন জোটের। কুক পেন্টাগনে সংবাদদাতাদের বলেন , জোট বাহিনীর বিমানকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব কিছুই করবে। তিনি বলেন ঐ বিমান কর্মীদের আত্মরক্ষার অধিকার রয়েছে।

দ্বিপাক্ষিক পর্যায়ে সিরিয়া বিষয়ে রাশিয়ার সঙ্গে কুটনৈতিক আলোচনা বন্ধ হয়ে গেলে ও , যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ার আকাশ সীমায় কোন রকমের দূর্ঘটনা এড়াতে দু দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রাখবে।

XS
SM
MD
LG