অ্যাকসেসিবিলিটি লিংক

উইকিলিক্সএর প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যসানজের খোঁজ করা হচ্ছে


Tibetan Buddhists and tourists view a giant thangka, a religious silk embroidery or painting displaying the Buddha portrait, during the Shoton Festival at Drepung Monastery in Lhasa, Tibet Autonomous Region.
Tibetan Buddhists and tourists view a giant thangka, a religious silk embroidery or painting displaying the Buddha portrait, during the Shoton Festival at Drepung Monastery in Lhasa, Tibet Autonomous Region.

উইকিলিক্সে যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক গোপন দলিল প্রকাশিত হয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন এতে অনেক জীবন বিপন্ন হয়েছে এবং জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে।

ওদিকে, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যসানজের খোঁজ করা হচ্ছে আর্ন্তজাতিকভাবে, তিনি বৃটেনে আছেন বলে খবরে বলা হচ্ছে, ওদিকে এই ওয়েবসাইটে গোপন তথ্য ফাঁস করে দেওয়া নিয়ে রাশিয়া ও অস্ট্রেলিয়ার নেতারা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন।

বৃটিশ সংবাদ মাধ্যম আজ রিপোর্ট করছে যে কর্তৃপক্ষ জানেন যে এ্যাসানজ বৃটেনের দক্ষিণপুর্বে লুকিয়ে আছেন। ৩৯ বছর বয়ষ্ক এই অস্ট্রেলিয় নাগরিক অকটোবর মাসে সেখানে পৌছে একটি টেলিফোন নম্বর ও ঠিকানা দিয়েছেন বলে বলা হচ্ছে।

এ্যাসানজের বিতর্কীত ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক গোপন দলিল প্রকাশিত হয়েছে তাতে বিশ্বনেতাদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের খোলামেলা মতামত বিশ্বব্যাপি রাজনীতিকদের ক্ষুব্ধ করেছে।

XS
SM
MD
LG