অ্যাকসেসিবিলিটি লিংক

উইকিলিকস ইরাক যুদ্ধ বিষয়ে ৪ লক্ষ গোপন নথীপত্র প্রকাশ করেছে


উইকিলিকস ইরাক যুদ্ধ বিষয়ে ৪ লক্ষ গোপন নথীপত্র প্রকাশ করেছে
উইকিলিকস ইরাক যুদ্ধ বিষয়ে ৪ লক্ষ গোপন নথীপত্র প্রকাশ করেছে

স্বতন্ত্র ওয়েব সাইট উইকিলিকসের প্রকাশিত ইরাক যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর চার লক্ষ গোপন তথ্যে অসামরিক ব্যাক্তিদের মৃত্যু, আটক ব্যাক্তিদের নির্যাতন, এবং ইরানের সংশ্লষ্টতার বিষয়ে নতুন খুটিনাটি বিষয়ে প্রকাশ পেয়েছে।

যে সব তথ্য প্রকাশিত হয়েছে তাতে জানা গেছে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্তে আক্রমন অভিযানের পর ১ লক্ষের বেশি মানুষ নিহত হয়েছে এবং তাদের মধ্যে ৬৬ হাজার ছিল অসামরিক ব্যাক্তি। এদের অধিকাংশই নিহত হয় ইরাকীদের হাতে, জাতিগোষ্ঠিগত সহিংশ ঘটনায়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জেফ মোরেল বলেন, "এই সব নথীপত্র ঘটনা প্রবাহের এক মুহুর্তের একটা ছবি, এগুলো পুরো কাহিনীর বিবরণ দেয় না।"

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গোপন ফাইল প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে।

XS
SM
MD
LG