অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কার্যকারিতা আটকে দিয়েছেন উইসকন্সিনের বিচারক


যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের উইসকন্সিন অঙ্গরাজ্যে একজন ফেডারেল বিচারক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞার কার্যকারিতা আটকে দিয়েছেন। ঐ নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার একজন মা এবং প্রাণে রক্ষা পাওয়া তার সন্তানের যুক্তরাষ্ট্রে প্রবেশ বাধা গ্রস্থ হতো।

এই নারী এবং তার কন্যা যুদ্ধ বিধ্বস্ত আলেপ্পোতে বসাবাস করে। উইসকন্সিনে তাঁর স্বামী এরই মধ্যে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। যুক্তরাষ্ট্রের জেলা জজ উইলিয়াম কনলি গতকাল প্রেসিডেন্টের ঐ আদেশ সাময়িক ভাবে স্থগিত করেন, যা কেবলমাত্র নারী ও শিশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ট্রাম্পের এই নতুন নিষেধাজ্ঞা ১৬ই মার্চ থেকে কার্যকর হবে। তবে ঐ মহিলা যুক্তরাষ্ট্রের দূতাবাসে ভিসার সাক্ষাৎকারের জন্য জর্দান যাবেন এবং পুরো প্রক্রিয়ার কারণে মার্চের ঐ তারিখ পেরিয়ে যেতে পারে।

কনলি বলেন তাঁর স্বামী বলেছেন যে তার এবং তার পরিবারের বিষয় বিবেচনায় নিলে এই আবেদন সফল হবার সম্ভাবনা রয়েছে ।

XS
SM
MD
LG