অ্যাকসেসিবিলিটি লিংক

নারী পাচার একটা ব্যবসা চলে সরবরাহ ও চাহিদার ভিত্তিতে: এ্যাডভোকেট সালমা আলী


ভারত থেকে উদ্ধার করা নেপালী মহিলা যাদের পাচার করা হয়েছিল।
ভারত থেকে উদ্ধার করা নেপালী মহিলা যাদের পাচার করা হয়েছিল।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সূপ্রিম কোর্ট এ্যাডভোকেট সালমা আলী বলেন বাংলাদেশ থেকে নারী, শিশূ ও মানুষ পাচার একটা ব্যবসা যা কিনা চাহিদা ও সরবরাহের ভিত্তিতে চালানো হচ্ছে। এটা চালাচ্ছে যারা তারা দেশের বাইরে মেয়েদের পতিতা বৃত্তিতে নিয়োজিত করার অবৈধ তত্পরতায় মদদ জোগাচ্ছে। এ তত্পরতা বন্ধের জন্যে আইনের খসড়া তৈরি করা হয়েছে। তবে দেশের বাইরে নারী, শিশূ ও মানুষ পাঠানোর ব্যবসার সঙ্গে জড়িত যারা তারা এ আইনের বিভিন্ন ধারা - উপধারা নিয়ে আপত্তি তুলছে বলে জানিয়েছেন এ্যাডভোকেট সালমা আলী ।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG