অ্যাকসেসিবিলিটি লিংক

ইংরেজি শেখার অনুষ্ঠান : Words & Their Stories পর্ব : ৫



ইংরেজি শেখার এই ধারাবাহিক আয়োজনে আমরা এমন কিছু ইংরেজি শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করছি যে গুলো বাক্যে Phrases and Idioms হিসেবেই সাধারণত ব্যবহার করা হয়। আজকের অনুষ্ঠানে ear শব্দটির নানান প্রয়োগ দেখবো।



আনিস : ইংরেজি শেখার এই আয়োজন Words & Their Stories এ আপনাদের স্বাগত জানাচ্ছি , আমি আনিস আহমেদ , আর আমার সঙ্গে রয়েছে ..
শতরূপা : .... আমি শতরূপা বড়ুয়া।
আনিস : মনে আছে নিশ্চয়ই যে গত সপ্তায় আমরা Eye কিংবা Eyes শব্দটা দিয়ে phrase and idioms নিয়ে কথা বলেছিলাম ।
শতরূপা : ... এবং আপনি এটা ও বলেছিলেন যে Eye কিংবা Eyes নিয়ে আজ আরও কিছু phrase and idioms আমরা শিখবো।
আনিস : হ্যাঁ নিশ্চয়ই। তবে তার আগে যথারীতি গত সপ্তায় শেখা phrase and idioms ঝালাই করে নেওয়ার পালা । আমি ফ্রেইজ গুলো শোনাবো , আর তুমি সেগুলো দিয়ে বাক্য তৈরি করবে।
অ্যাক্ট ১ / Catch his eye
শতরূপা : বাক্য তৈরি করার আগে একটা কথা জানতে চাইছি।
আনিস : হ্যাঁ নিশ্চয়ই, বলো ।


শতরূপা : আচ্ছা এটা কি শুধু His হবে , নাকি , his এর পরিবর্তে অন্য কোন pronoun ও হতে পারে ?
আনিস : খুব ভাল প্রশ্ন করেছ। না কেবল his নয় , her , my , our, their এ ধরণের যে কোন pronoun ব্যবহার করতে পারো । এবার বলো ?
শতরূপা : He tried to catch my eye , but he wasn’t successful.
আনিস : খুবই ভাল হয়েছে। পরেরটা
অ্যাক্ট ২ : sets eyes on
শতরূপা : I could not set eyes on these matters , otherwise I could have tried to resolve it.
আনিস : এবার আরেকটা শোনো
অ্যাক্ট ৩ : stars in her eye
শতরূপা : After my graduation result, I was so happy that I walked with stars in my eyes.
আনিস : চমৎকার উত্তর । এবার তা হলে আজকের Lesson শুরু করা যাক। প্রথমে
অ্যাক্ট ৪ : apple of her eye,
শতরূপা : এর মানেটা কি ?
আনিস : এর মানে হচ্ছে বিশেষ ভাবে প্রিয় ব্যক্তি। এখানে , আবারও বলি , her না হয়ে his , their , your , our , my এরকম pronoun ও ব্যবহার করা যেতে পারে। পুরো বাক্যটি আরেকবার শোনা যাক :
অ্যাক্ট ৫ : She is extremely happy because this man is the apple of her eye, a very special person
শতরূপা : এর অর্থ তা হলে কি এরকম করা যেতে পারে , চোখের তারার মতো প্রিয় , কিংবা নয়ন মণি ।
আনিস : একদম ঠিক বলেছো শতরূপা । রবীন্দ্রনাথের ঐ লাইনটা মনে আছেতো ?
শতরূপা : কোনটা বলুনতো ?
আনিস : “ নয়ন সম্মুখে তুমি নাই , নয়নের মাঝখানে পেয়েছো যে ঠাঁই”
শতরূপা : হ্যাঁ , এটাতো বিখ্যাত একটা লাইন।
আনিস : আর নয়নের মাঝখানে যে পেয়েছে ঠাঁই , সেই হচ্ছে apple of one’s eyes . এবার তা হলে শোনা যাক অন্য আরেকটি expression
অ্যাক্ট ৬ : eyes for you.
শতরূপা : এই expression এর অর্থটা কি ?
আনিস : এর অর্থ হচ্ছে একমাত্র চাওয়া , একটি মাত্র কাঙ্খিত জিনিষ বা ব্যক্তি।
শতরূপা : আর বাক্যে এর ব্যবহার কি হবে ?
অ্যাক্ট ৭ : She might tell him that he is the only person she wants, or “I only have eyes for you.”
আনিস : এবার আরেকটি idiom শোনা যাক
অ্যাক্ট ৮ : eyes might be bigger than his stomach
শতরূপা : এটা শুনে তো ভয়ঙ্কর ব্যাপার । মনে হচ্ছে যেন পেটের চেয়ে চোখ বড়। একদম দৈত্যের মতো এক্সপ্রেশান।
আনিস : হ্যাঁ । কিন্তু এর মানেটা কিন্তু অন্যরকমের । পুরো বাক্যটা শোনো
অ্যাক্ট ৯ : If the man is really hungry, his eyes might be bigger than his stomach. He might order more food than he can eat.
শতরূপা : এই বাক্যটা শোনার পর , আমরা একটা কথা মনে পড়ে গেল।
আনিস : কি কথা।
শতরূপা : ছোট বেলায় অনেক সময়ে খুব বেশি খাওয়া নিয়ে নষ্ট করতাম। তখন মা বলতেন , তোমার শুধু চোখের খিদে।
আনিস : একদম ঠিক বলেছো। এই eyes might be bigger than stomach আসলে চোখের খিদের ব্যাপারই ।
শতরূপা : ব্যাপারটা কিন্তু বেশ মজার ।
আনিস : একদম তাই । আচাছা এবার আরেকটা শোনা যাক
অ্যাক্ট ১০ : eyes might pop out
আনিস : এবার পুরো বাক্যটা শোনা যাক
অ্যাক্ট ১১ : When his food arrives at the table, his eyes might pop out. He might be very surprised by the amount of food provided.
শতরূপা : তার মানে খাদের পরিমাণ দেখে খুব অবাক হয়ে চেয়ে দেখা ?
আনিস : হ্যাঁ অনেকটা তাই। আচ্ছা শতরূপা , তুমি কি চোখ ছানা বড়া হওয়া বাংলায় এ রকম বাক্যাংশ শুনেছো ?
শতরূপা : শুনেছিতো । কাজেই এই eyes might pop out মানে চোখ ছানাবড়া হতে পারে , এ রকম বিষয়তো ?
আনিস : একদম ঠিক বলেছো । পরেরটা শোনা যাক
অ্যাক্ট ১২ : believe his own eyes
শতরূপা : এটা অবশ্য খুব সোজা । নিজের চোখকে বিশ্বাস করা কিংবা নিজের চোখকে বিশ্বাস না করা।
আনিস : একদম ঠিক বলেছো । বাক্যটা শোনা যাক :
অ্যা্ক্ট ১৩: He might not even believe his own eyes
আনিস : এই eyes নিয়ে আরও কিছু কথা , কিছু ব্যাখ্যা Words & Their Stories এর আগামি সঙ্কলনে , আগামি মঙ্গলবার । আর সে নাগাদ
শতরূপা : আমি শতরূপা বড়ুয়া
আনিস : আর আমি আনিস আহমেদ , এখানেই বিদায় চাইছি।
XS
SM
MD
LG