অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের বিশ্বে খাদ্য উৎপাদন বৃদ্ধি সত্বেও বুভুক্ষা ক্রমে বেড়েই চলেছে


বিশ্বখাদ্য দিবসে পাকিস্তানে খাদ্য বিতরণ
বিশ্বখাদ্য দিবসে পাকিস্তানে খাদ্য বিতরণ

আজকের বিশ্বে বুভুক্ষা যখন ক্রমে বেড়েই চলেছে – বেড়ে চলেছে জনসংখ্যার আকৃতিও , তখন খাদ্য উত্পাদন বাড়াতেও নেওয়া হচ্ছে নানান ধরনের ব্যবস্থা। খাদ্য শষ্য কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে গৃহিত হচ্ছে নতুন নতুন পন্থা । নেওয়া হচ্ছে সমন্বিত কীটপতঙ্গ প্রতিরোধ ব্যবস্থা যা কিনা যুক্তরাষ্ট্রের প্রতিবেশ সূরক্ষা ব্যবস্থা কতৃক ‘ইনটিগ্রেইটেড পেস্ট ম্যানেজমেন্ট’ ব্যবস্থা হিসেবে স্বীকৃত । এ ব্যবস্থা এখন এশিয়াতে দারূন জনপ্রিয় হচ্ছে –ইন্দোনেশিয়াতে ব্যাপকভাবে অনুসৃত এ ব্যবস্থা । জীম স্টীভেনসনের রিপোর্টে এর বিবরণ তুলে ধরা হয়েছে । এ ব্যবস্থা পোকামাকড়ের জন্ম,উদ্ভব,প্রাদূর্ভাব,ইত্যাদি এড়িয়ে চাষাবাদ করার সুপারিশ শামিল রয়েছে । এতে একদিকে যেমন স্বাস্থসম্মত খাদ্যশষ্য উত্পন্ন হ’চ্ছে , অন্যদিকে আবার প্রকৃতির সুরক্ষাও নিশ্চিত হচ্ছে ,কীটনাশক হিসেবে রাসায়নিক উপাদানের ব্যবহার কমে যাওয়ার কারনে ।

XS
SM
MD
LG