অ্যাকসেসিবিলিটি লিংক

বড়দিন উপলক্ষ্যে বিশ্ব সঙ্গীতঃ জন লেননের “হ্যাপি ক্রিসমাস”


জন লেনন এবং তাঁর স্ত্রী ইয়োকো ওনোর “হ্যাপি ক্রিসমাস, ওয়ার ইস অভার"
জন লেনন এবং তাঁর স্ত্রী ইয়োকো ওনোর “হ্যাপি ক্রিসমাস, ওয়ার ইস অভার"

বড়দিন উপলক্ষ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি জন লেননের “হ্যাপি ক্রিসমাস, ওয়ার ইজ ওভার।”

জন লেনন এবং তাঁর স্ত্রী ইয়োকো ওনোর “হ্যাপি ক্রিসমাস, ওয়ার ইস অভার" - যুদ্ধ শেষ
জন লেনন এবং তাঁর স্ত্রী ইয়োকো ওনোর “হ্যাপি ক্রিসমাস, ওয়ার ইস অভার" - যুদ্ধ শেষ

যদিও তা ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে লেখা, আজও বড়দিনের সময় এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।

জন লেননের জন্ম ১৯৪০ সালে, ইংল্যান্ডের লিভারপুলে। দা বিটলস্‌ নামে বিশ্ববিখ্যাত ব্যান্ডের একজন সদস্য ছিলেন তিনি। কিন্তু তারপর একা অনেক গান গেয়েছেন।

১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে চলে আসেন তিনি। আর তখনই এই গানটি লেখেন। ১৯৮০ সালে ডিসেম্বর মাসে, এই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই তিনি মারা যান। তার নিজের বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

তার মৃত্যুর পর এই গানটি আবার বাজারে মুক্তি পায়। আর তা ব্রিটিশ চার্টে দ্বিতীয় অবস্থানে পৌঁছায়।

শুনুন সেই জনপ্রিয় গান - “হ্যাপি ক্রিসমাস, ওয়ার ইজ ওভার”...

XS
SM
MD
LG