অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের বিশ্ব সঙ্গীতঃ রিকি মার্টিনের “লা বম্বা!”


রিকি মার্টিন
রিকি মার্টিন

রিকি মার্টিনের জন্ম ১৯৭১ সালে, পুয়ের্তো রিকোতে। সেখানে তিনি মেনুদো নামের একটি জনপ্রিয় ল্যাটিন ব্যান্ডের সদস্য ছিলেন। কিন্তু ১৯৯১ সালে তিনি তাঁর ব্যান্ড ছেড়ে একাই গান গাওয়া শুরু করেন। পাশাপাশি অভিনয়-ও করতেন।

১৯৯৪ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন। তারপর স্প্যানিশ ভাষার পাশাপাশি ইংরেজী ভাষায়ও গান গাওয়া শুরু করেন। আর এভাবে শুধু ল্যাটিন আমেরিকা না, সারা বিশ্ব জুড়ে তার জনপ্রিয়তা বেড়েই চলে।

“লা বম্বা” তাঁর গাওয়া একটি স্প্যানিশ গান। এই গানে তিনি বলেন এটা এমন এক ধরনের জিনিস যা মানুষকে পাগল করে দেয়। আর সে এক রোমাঞ্চকর পাগলামী…

হাসি থেকে ঝরা পানি, তার মধ্যে কয়েক ফোঁটা গোলাপজল, আর একটা জলপাই, তা দিয়েই তৈরী হয় – লা বম্বা। সে যেন বোমার মত একটা পানিয়, যা খেলে তার প্রেমিকা নাচবে। আর সেই নাচের তালে সেও মেতে উঠবে।

শুনুন "লা বম্বা!"

XS
SM
MD
LG