অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার রাজনৈতিক পালা বদল: বিশ্ব নেতৃবর্গের বৈঠক 


বিশ্ব নেতৃবর্গ শুক্রবার নিউ ইয়র্কে প্রস্তাবিত সিরিয়ার রাজনৈতিক পালাবদল নিয়ে আলোচনার জন্য তৃতীয় বারের মত বৈঠকে মিলিত হয়েছেন। কয়েক সপ্তাহ আগে জাতিসংঘের মধ্যস্তকারীরা সিরিয় সরকার এবং বিরোধীদের মধ্যে আলোচনার পরিকল্পনা গ্রহণ করেন।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন এর আগে ভিয়েনায় অনুষ্ঠিত আলোচনায় যেসব দেশ অংশ নিয়ে ছিল তারাই এই আলোচনায় অংশ নিচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের মিত্র রাশিয়া এবং ইরান ও অন্তর্ভুক্ত রয়েছে।

জাতিসংঘসদর দপ্তরে বৃষ্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রি মোহাম্মাদ জাভাদ জাফির বলেনঐবৈঠকে সিরিয়ার বিদ্রোহী দল যাদের গ্রহন যোগ্য বলে সনাক্তকরা হবে সে বিষয়টিতে খুব বেশী অগ্রগতি হবে না বলেই তিনি সন্দেহ প্রকাশ করেছেন। আজ দুপুরে জাতি সংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চেয়ার পার্সন হচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী।​

XS
SM
MD
LG