অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার সম্মেলনে বিশ্ব বানিজ্য চুক্তি স্বাক্ষরিত


ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব বানিজ্য সংস্থা’র প্রতিনিধি সম্মেলনে একটি বিশ্ব বানিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম সংস্থাটি এই চুক্তি করলো।

সংস্থার মহাপরিচালক রবারতো আজেভেদো শনিবার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে বলেন, “এটি একটি ঐতিহাসিক ঘটনা যে বিশ্ব বানিজ্য সংস্থা শেষ পর্যন্ত এটা করতে পারলো”।

এই চুক্তির মূল লক্ষ্য কাস্টম আইন সহজীকরনের মাধ্যমে রাস্ট্রসমূহের মধ্যে বানিজ্য সহজ করা। তবে এই চুক্তি বাস্তবায়নের আগে ১৫৯ সদস্য রাস্ট্রের কাছ থেকে সম্মতি লাগবে।

চার দিনের সম্মেলনে কিউবার পক্ষ থেকে বলা হয় সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের ওপর যুক্তরাস্ট্রের নিষেধাজ্ঞা তুলে না নিলে তারা চুক্তিতে ভেটো বসাবে। তবে শেষে কিউবা তার বক্তব্য তুলে নেয়।

বিশ্লেষকদের ধারনা এই চুক্তির কারনে বিশ্ব অর্থনীতিতে ১লক্ষ কোটি ডলার যুক্ত হবে।
XS
SM
MD
LG