অ্যাকসেসিবিলিটি লিংক

শিকাগোর নেটো শীর্ষ সমাবেশ নিয়ে ডক্টর বাকের সিদ্দিকীর সাক্ষাত্কার


শিকাগোতে দু’দিনের নেটো শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে সোমবার । এ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ আসছে বছরের মাঝামাঝি নাগাদ আফগানিস্তানের নেতৃত্বের হাতে দেশটির নিরাপত্তা দায়িত্ব তুলে দেবার এবং এক দশকের যুদ্ধের পর দেশটির জন্যে অগ্রগতির পরিকল্পনা কি হওয়া প্রয়োজন তা নির্নয় করা নিয়ে কথাবার্তা বলছেন এবং সিদ্ধান্ত সূচক অবস্থান নির্ধারণ করছেন । ইতিমধ্যে শিকাগোর রাস্তায় ব্যাপক আকারে যুদ্ধ বিরোধি বিক্ষোভও হয়েছে – যুক্তরাষ্ট্রের প্রাক্তন সেনা সদস্যবৃন্দও এসব বিক্ষোভে অংশ নিয়েছেন । ওদিকে নেটোর মহাসচিব আঁদ্রেস ফো রাসমিউসেন বলেছেন ২ হাজার ১৪ সালের পরবর্তী পর্যায়ে নেটো নেতৃত্বাধীন যুদ্ধের পরবর্তী সময়ে আফগান বাহিনীকে পরামর্শ প্রদান , তাদের প্রশিক্ষন দান ও আফগানিস্তানকে সহযোগিতা যোগান দেবার লক্ষে নেটো নেতৃত্বাধীন উপস্থিতি বহাল থাকবে । শিকাগোর কিছু দূরে স্প্রিংফিল্ডের ইলিনয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপনার কাজে নিয়োজিত ডক্টর বাকের আহমেদ সিদ্দিকী মনে করেন – আফগানিস্তানকে নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের মনে উদ্বেগ-দূশ্চিন্তার উদ্রেক ঘটার সঙ্গে সঙ্গে আশবাদও রয়েছে প্রচুর । ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি শিকাগোর নেটো সম্মেলন কেন্দ্রিক এক বিশ্লেষণে এ মতামত ব্যক্ত করেন ।

XS
SM
MD
LG