অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে অস্ত্র বিরতি


A Shi'ite rebel Houthi stands among the portrait adorned graves of Houthi fighters and supporters who were killed in the ongoing conflict in Yemen, a few hours before the start of a fresh cease-fire, in Sana'a, Yemen, April 10, 2016.
A Shi'ite rebel Houthi stands among the portrait adorned graves of Houthi fighters and supporters who were killed in the ongoing conflict in Yemen, a few hours before the start of a fresh cease-fire, in Sana'a, Yemen, April 10, 2016.

এক বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের পর, যুদ্ধবিগ্রহের অবসানকে সোমবার স্বাগত জানিয়েছেন, ইয়েমেনে জাতি সংঘের দূত ইসমাইল ওল্ড শেখ আহমেদ। তিনি বলেছেন “প্রান্তিক অবস্থা থেকে পিছিয়ে আসার এখন সময় হয়েছে।”

অস্ত্র বিরতি শুরু হয় গত রাতে। ইয়েমেনি সরকার, তাদের যারা সমর্থন দেয়, সেই সৌদীদের নেতৃত্বে কোয়ালিশন এবং হুতি বিদ্রোহীরা, সকলেই অস্ত্র বিরতি চুক্তি মানতে সম্মত হয়। হুতি বিদ্রোহীরা ২০১৪ সালের শেষ দিকে ইয়েমেনের রাজধানীর নিয়ন্ত্রন নেয়। কুয়েতে ১৮ই এপ্রিল শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই এই অস্ত্র বিরতি হলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী অস্ত্র বিরতিকে স্বাগত জানান।

অস্ত্র বিরতির সময় মানবিক সামগ্রী সরবরাহ করা হবে।

XS
SM
MD
LG