অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাসী মহিলা ইয়েমেনে অপহরণকারীদের কাছ থেকে তাকে উদ্ধারের আবেদন জানিয়েছেন


Women hold posters of Frenchwoman, Isabelle Prime (R) and her Yemeni translator Shereen Makawi, during a protest to demand their release, in San'aa, Yemen, March 9, 2015.
Women hold posters of Frenchwoman, Isabelle Prime (R) and her Yemeni translator Shereen Makawi, during a protest to demand their release, in San'aa, Yemen, March 9, 2015.

ইয়েমেনে কয়েক মাস আগে যে ফরাসী মহিলাকে অপহরণ করা হয়, এই প্রথম তার একটা ভিডিও সোমবার সামাজিক মাধ্যমে দেখা যায়। ভিডিওতে দেখা যায় ৩০ বছরের ওই মহিলা তাকে উদ্ধার করার জন্য ফ্রান্স ও ইয়েমেনের প্রেসিডেন্টদের কাছে অবেদন জানাচ্ছেন।

ফরাসী কূটনৈতিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে YouTubeএ ইসাবেল প্রাইমেরই ছবি দেখানো হয়েছে।এবং তা এপ্রিল মাসে রেকর্ড করা হয়। তার দুমাস আগে তাকে এবং এক দোভাষীকে রাজধানী সানায় একটি গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়। বিশ্ব ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট এক কম্পানিতে প্রাইম কাজ করতেন। দোভাষীকে পরে ছেড়ে দেওয়া হয়।

২০ সেকেন্ডের ভিডিওতে প্রাইম ফরাসী President Francois Hollande এবং নির্বাসিত Yemeni President Abdu Rabbu Mansour Hadiকে তার মুক্তির জন্য কাজ করার জন্য ইংরেজীতে আবেদন জানান।

প্রাইম কে যারা ধরে রেখেছে তাদের পরিচয় জানা যায়নি। আরব উপদ্বীপে আল কায়দা বিদেশীদের আটক করে থাকে কিন্তু তারা এই অপহরণে কোন ভূমিকার কথা স্বীকার করেনি।

XS
SM
MD
LG