অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতা


শনিবার ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিস্ফোরণে ৩ জনের আহত হবার খবর পাওয়া গিয়েছে I শুক্রবার শিয়া হুথী বিদ্রোহীরা দেশে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবার ঘোষণা দেয় I ইয়েমেনে হাজার হাজার জনতা বিদ্রোহী শিয়া হুথীদের ক্ষমতা গ্রহনের প্রতিবাদে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন I গত মাসেই হুথী বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নেয় এবং যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট আবদ রাব্বো মনসুর আল হাদি এবং তাঁর মন্ত্রিসভাকে পদত্যাগ করতে বাধ্য করে I হুথী মিলিশিয়া বাহিনী দেশের সংসদ ভেঙ্গে দিয়েছে এবং ৫৫১ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদ গঠন করার ঘোষণা দিয়েছে I

XS
SM
MD
LG