অ্যাকসেসিবিলিটি লিংক

আজ থেকেই ইয়েমেনে সাময়িক যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে


ইয়েমেনের যুদ্ধমান পক্ষগুলো আজ মঙ্গলবার রাতেই অস্ত্র পরিত্যাগ করবে এবং পাঁচ দিনের অস্ত্র সম্বরণ পালন করবে, এমোনটাই কথা রয়েছে—যাতে সংঘাত জর্জরিত দেশটির অভ্যন্তরভাগে দারুণরকমে প্রতিক্ষিত – প্রয়োজনীয় মানবিক ত্রাণ সাহায্য গিয়ে পৌঁছুতে পারে সে লক্ষ্যে।

হৌথি বিদ্রোহিরা-সরকারি বাহিনী এবং সৌদি নেতৃত্বাধীন লড়াকুরা- যারা কিনা গত ছয় সপ্তাহ যাবত লাগাতার বিমান হামলা চালিয়ে এসেছে ইয়েমেনে,তারা সবাই এখন ঐ অস্ত্র সম্বরনে সম্মতি দিয়েছে – তবে, সোমবার যেভাবে নিরন্তর জোর লড়াই চলে আসছিলো তাতে এমোনটা যে হবেই তার কোনো নিশ্চয়তা মিলছেনা।

ঐ অস্ত্র বিরতির সময়সীমা উত্তীর্ণ হবার আগে দিয়ে জাতিসংঘের মানবিক বিষয়াবলির প্রধান ভ্যালারি এ্যামৌস – খাদ্য ,পানীয়, চিকিত্সা সামগ্রী সহ ত্রাণ কর্মিরা যাতে পৌঁছুতে পারেন- লোকজন যাতে নিরাপদতরো স্থানে সরে যাবার অবকাশ লাভ করেন সেইমতো সহিংসতা থামানোর জন্যে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান।

XS
SM
MD
LG