অ্যাকসেসিবিলিটি লিংক

রাতভর সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা ইয়েমেনের রাজধানীর ওপর আঘাত হেনেছে কয়েকবারই


চিকিৎসা সম্মন্ধীয় দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স বলছে- রাতভর সৌদি নেতৃত্বাধীন যে বিমান হামলা হয়েছে ইয়েমেনের রাজধানীর ওপর তাতে ঐ সংস্থার স্থাপনায় আঘাত লেগেছে কয়েকবারই।

টুইটার বার্তায় তাঁরা জানিয়েছেন- সানায়’ তাঁদের অবস্থানে যখন বোমার আঘাত লাগে,অবস্থানের ভেতর তখন অসুস্থ লোকজন ছিলেন-ছিলেন কর্মিরাও। ফরাসী ভাষায় MSF নামে পরিচিত ঐ গোষ্ঠী তাৎক্ষনিকভাবে হতাহত সম্পর্কে কোনো ফিরিস্তি দেয়নি।

সৌদি নেতৃত্বাধীন বাহিনী সেই মার্চের শেষভাগ থেকেই বিমান হামলা চালিয়ে আসছে- হৌধি বিদ্রোহিদের তাক করে,যাদের তাড়া খেয়ে প্রেসিডেন্ট আবদু মনসুর হাদি প্রাণভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন এবং এখন আবার তিনি দেশে ফিরেছেন বিমান হামলা ও স্থল অভিযানের ক্ষেত্রে মদত সহকারে- চেষ্টা করছেন হৃত ভূখন্ড পুনরুদ্ধারে লক্ষে।

XS
SM
MD
LG