অ্যাকসেসিবিলিটি লিংক

রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া স্বাধীনতা পদক বাতিলে বিএনপি ক্ষুব্ধ


রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া স্বাধীনতা পদক বাতিলের সরকারি সিদ্ধান্ত এবং তা জাতীয় জাদুঘর থেকে বুধবার সরিয়ে ফেলার পর বৃহস্পতিবার বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে। চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত জিয়াউর রহমানকে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য তদানন্তিন বিএনপি সরকারের আমলে দেশের এ সরবচ্চ জাতিয় পুরস্কার প্রদান করা হয়।

সম্প্রতি সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেয়া এই মরণোত্তর জাতিয় পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত আখ্যা দিয়ে বলেন এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত। আগামী সরকারের শনিবার বিএনপির পক্ষ এ ঘটনার প্রতিবাদে থেকে দেশের সব জেলা সদর ও মহানগরে প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশর কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।

XS
SM
MD
LG