অ্যাকসেসিবিলিটি লিংক

সময়ের নিরিখে প্রেসিডেন্ট ওবামার জন সমর্থনের মাত্রা বা অ্যাপ্রুভাল রেটিং এখন বেড়েছে :ড জিয়া হাসান


প্রেসিডেন্ট ওবামার প্রথম স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষন , ২০১০ সালে
প্রেসিডেন্ট ওবামার প্রথম স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষন , ২০১০ সালে

মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্র কংগ্রেসের যুগ্ম অধিবেশনে , তাঁর শাসনামলের দ্বিতীয় স্টেইট অফ দ্য ইউনিয়ন বা রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ক ভাষণ দেবেন । ঐ ভাষণে তিনি কি কি বিষয়ের অবতারনা করতে পারেন , এর আগের প্রথম স্টেইট অফ দ্য ইউনিয়ন ভাষণের সময়কার তুলনায় এবারকার সময়ের নিরিখে তাঁর জন সমর্থনের মাত্রা বা অ্যাপ্রুভাল রেটিং এখন কেমন ইত্যাদি বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন সাউথ ক্যারোলাইনার অরেঞ্জবার্গে অবস্থিত claflin university-র ভাইস প্রেসিডেণ্ট ডক্টর জিয়া হাসান । উল্লেখ্য , সময়ের নিরিখে প্রেসিডেন্ট ওবামার জন সমর্থনের মাত্রা এখন বেড়েছে এবং এই জনসমর্থন বৃদ্ধি তাঁকে প্রেসিডেন্ট পদে ২০১২ সালের পূনর্নিবাচন প্রয়াসে সাহায্য করতে পারে বলে প্রফেসার হাসান মত প্রকাশ করেন । তিনি অবশ্য বলেন যে , কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের বর্তমান শক্তি বৃদ্ধির প্রেক্ষিতে যে পরিস্থিতি বদল ঘটেছে , তাতে পরিকল্পনা মোতাবেক ঘাটতি হ্রাস , অর্থনীতির মোড়বদল, কর্মসংস্থান সৃষ্টি , বিশ্ব বাজারে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা করার দক্ষতা বৃদ্ধি , স্বাস্থ্য পরিচর্যা বিলের সুরক্ষা ইত্যাদি সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রেসিডেণ্ট ওবামার জন্যে খুব সহজ কিছু হবে না । তবে , সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল যেমন বলেছেন – “আমরা কোনো সূপারম্যান তো নির্বাচন করিনি – আমরা বারাক ওবামাকে নির্বাচন করেছি” এরকম মন্তব্য জনমনে প্রতিফলিত হতে পারে এবং তাতে প্রেসিডেণ্ট ওবামার অনেক সাহায্য হবে ব’লে মনে করেন ডক্টর যিয়া হাসান ।

XS
SM
MD
LG