অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লোরিডায় ১০জনের জিকা ভাইরাস সংক্রমনের খবর নিশ্চিত


ফ্লোরিডায় ১০জনের জিকা ভাইরাস সংক্রমনের খবর নিশ্চিত হওয়ার পর তা প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছে রাজ্য কতৃপক্ষ।

ফ্লোরিডা গভর্ণর রিক স্কট বলেছেন, জিকা ভাইরাস যেনো না ছড়ায় সে লক্ষ্য স্থাণীয়ভাবে তারা সর্বোচ্চ ব্যাবস্থা নিয়েছেন। তিনি বলেন আমরা আমাদের এখানকার অধিবাসী এবং এখানে বেড়াতে আসা মানুষদেরকে নিরাপদ রাখতে যথাযথ ব্যাবস্থা নিশ্চিত করেছি। আমরা জিকা প্রতিরোধে নজরদারী বাড়িয়েছি; মশা নিধণে চলছে ওষুধ স্প্রেসহ নানা পদক্ষেপ।

তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আরো সহায়তা চেয়েছেন এবং সোমবার হোয়াইট হাউজ বলেছে সহায়তা দৈযা হবে।

সোমবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রন কেন্দ্রের পক্ষ থেকে জিকা ভাইরাস আক্রান্ত উত্তর মায়ামীতে ভ্রমনেচ্ছু বা ভ্রমনকারীদের প্রতি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।

XS
SM
MD
LG