অ্যাকসেসিবিলিটি লিংক

জিকা ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি


মশাবাহিত মারাত্মক জিকা ভাইরাস প্রতিরোধে তথ্য বিনিময়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের প্রেসিডেন্ট। এ বিষয়ে মাইকেল ব্রাউনের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।

শুক্রবার দুই প্রেসিডেন্ট কথা বলার পর হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ বলেছেন জিকা ভাইরাস নিয়ন্ত্রনে দ্রুত শক্তিশালী ভ্যাক্সিন বা প্রতিশেধক বের করাসহ অন্যান্য প্রযুক্তি বের করার চেষ্টা করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে আমেরিকাব্যাপী জিকা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে এবং তা ৪০ লক্ষ মানুষের ক্ষতি করতে পারে।

ব্রাজিলে এ যাবৎ সনাক্তকৃত ৪ হাজার microcephaly সংক্রান্ত অসুস্থতাকে মনে করা হচ্ছে জিকা ভাইরাসের কারনে তা ঘটেছে। microcephaly হচ্ছে এমন একটি অবস্থা যাতে নবজাতকের মস্তিস্ক এবং মাথার আকৃতি স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় ক্ষুদ্র হয়।

বিজ্ঞানীরা বলছেন জিকা ভাইরাস প্রতিশেধক আবিস্কার করতে কয়েক বছর লেগে যেতে পারে।

National Institute for Allergy and Infectious Diseases এর পরিচালক
Anthony Fauci, বলেছেন ভ্যাক্সিন আবিস্কারেরর পূর্ব পর্যন্ত আমাদেরকে মশা থেকে সাবধান থাকতে হবে।

“আপনি কীটনাশক দিয়ে মশা এবং মশার ডিম নিধন করেত পারেন। ময়লা স্যাৎসেতে অবস্থা যেনো না থাকে কোথাও, ময়লা পানি যেনো না জমে থাকে সেদিকে খেয়াল রেখে মশার বংশ বিস্তার রোধ করা সম্ভভ”

এ পর্যন্ত ২৫টি দেশে জিকা ভাইরাস সংক্রমনের খবর পাওয়া গেছে।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:09 0:00

XS
SM
MD
LG