অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক কর্মশিবির


ঢাকায় শুরু হয়েছে মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত এক আন্তর্জাতিক কর্মশিবির।

এর আয়োজন করেছেন বাংলাদেশ সরকার, যুক্তরাষ্ট্র এ আই ডি এবং বিল এ্যাণ্ড মেলিণ্ডা গেটস ফাউণ্ডেশন।

গর্ভধারণ সময় থেকে শিশুর জন্ম ও তার পর মায়ের স্বাস্থ্য ও পরিচর্যা, নবজাত শিশুর পরিচর্যা বিষয়ে বিভিন্ন দেশের – সরকারি বেসরকারি পর্যায়ে গৃহীত ব্যবস্থা, এবং সামাজিক – পারিবারিক সহায়তা নিয়ে সেখানে আলোচনা – মত বিনিময় চলছে।

আজ আমরা এ বিষয়ে, সম্মেলনে অংশগ্রহণকারী দুই বাংলাদেশি ডাক্তার কান্তা জামিল ও উম্মে সালমা মিনার সঙ্গে আলোচনা করেছি।

তারা বাংলাদেশে শিশু মৃত্যুর হার হ্রাস পাওয়া প্রসঙ্গে বলেন – ‘শিশু মৃত্যুর হার কমে এসেছে তার কারণ, আগে ডায়রিয়া একটা বিরাট কারণ ছিল, সেটা আমরা জানি যে ওরস্যালাইন যেটা ব্যবহার করা হয়, যা বাংলাদেশেই প্রথম আবিষ্কার করা হয়, সেটা এখন প্রায় বিশ্বব্যাপী ব্যবহার করা হচ্ছে। তা ছাড়া বাংলাদেশে এখন টিকাদান কর্মসুচী ভালভাবে চলছে, তার যে সার্থকতা, আমাদের শিশুদের টিকা দেওয়ার হার প্রায় ৯০ শতাংশের কাছাকাছি। সেটাও অন্যতম কারণ। নিউমোনিয়ার চিকিত্সারও উন্নতি হয়েছে’।

ওয়াশিংটন স্টুডিও থেকে তাদের সঙ্গে কথা বলেন রোকেয়া হায়দার।

XS
SM
MD
LG