অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার ভুমিকম্পে কমপক্ষে ১৩ জন নিহত


বর্মী কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আজ রোববার বর্মার উত্তরাঞ্চলে প্রচন্ড এক ভুমিকম্পের কারণে আশঙ্কা করা হচ্ছে যে অন্তত ১৩ জন এতে নিহত হয়েছে। ঐ সময়ে ভীত সন্ত্রস্ত বাশিন্দদের দোদুল্যমান ভবনগুলো ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ব বিভাগ বলেছে যে আজ স্থানীয় সময়ে সকাল সাতটা বিয়াল্লিশে মান্ডালে শহরে ১১০ কিলোমিটার উত্তরে , ৬.৮ মাত্রার ভুমিকম্পটি আঘাত হানে। এর পর কয়েকটি অনুকম্পন ও অনুভূত হয় যার মধ্যে একটি ছিল ৫.৮ মাত্রার। ইরাবতী নদীর ওপর নির্মীয়মান একটি সেতু বিধ্বস্ত হলে অন্তত চারজন শ্রমিক প্রাণ হারায় এবং অনেকে এখন ও নিখোজ রয়েছে। । সেতুর পশ্চিম দিকে একটি বৌদ্ধ বিহার ভঙ্গে পড়লে আরও দু জন প্রাণ হারায়। পুর্বাঞ্চলে একটি সোনার খনিও বিধ্বস্ত হয় যেখানে আর ও বেশ খিছু লোক প্রাণ হারায়। প্রতিবেশি থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও হাল্কা ভুমিকম্পন অনুভব করা যায়। । তা ছাড়া বাংলাদেশের চট্টগ্রাম ও দক্ষিনাঞ্চলের অন্যান্য স্থানে এই ভুমিকম্প অনুভব করা গেছে।
XS
SM
MD
LG