অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকব্যাপী বোমা বর্ষণে ১৪ জন নিহত



ইরাক জুড়ে বোমা বর্ষণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

নিরাপত্তা ও হাসপাতাল সূত্র বলছে উত্তরাঞ্চলের কিরকূট প্রদেশে প্রানঘাতী চারটি বোমা আক্রমনে কমপক্ষে ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

দক্ষিণাঞ্চলের হিল্লা শহরে একটি গাড়ী বোমা বিষ্ফোরণে ৪ জনের মৃত্যু হয়। রাজধানী বাগদাদে আরেকটি গাড়ী বোমা আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে এবং বেশ কয়েক জন্য আহত হয়েছে।

২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইরাকব্যাপী সহিংসতা চরমে ছিল এবং তা দ্রুতই কমে যায়। তবে গত দুই বছরে সেপ্টেম্বর মাসটি ছিল ইরাকের জন্য প্রানঘাতী। সহিংসতায় ৩৬৫ জন নিহত হয়েছে।
XS
SM
MD
LG