অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকা সিরিয়াকে ৩ কোটি ডালার সাহায্যর দেবে



সিরিয়ার সংঘাতে ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য মানবিক সাহায্য হিসাবে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৩ কোটি ডালার দেবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন অষ্ট্রেলিয়া সফরে সময় বুধবার তিনি এই ঘোষনা করেন। আমেরিকার মিত্র দেশের সংগে বাতসরিক নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি সেখানে রয়েছেন। তিনি বলেন, সিরিয়ার অভ্যন্তরে এবং লেবানন, জর্ডান, ইরাক ও তুরষ্কে যেসব সিরিয়ার শরনার্থী রয়েছেন তাদের খাদ্য সাহায্যের জন্য ঐ অর্থ দেওয়া হচ্ছে।

তিনি সিরিয়ার বিদ্রোহীদের কাছে অনুরোধ জানান যে তারা সম্প্রতি দোহাতে যে প্রতিজ্ঞা করেছে ছিল সেটা যেন তারা রক্ষা করেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রী ৩০শে নভেম্বর টোকিয়তে “ফ্রেন্ডস অব দি সিরিয়া” বৈঠক হবে এবং ঐ বৈঠকে জাপান স্বাগতিক দেশের ভূমিকা নেবে ঘোষনা করার পরপরই ক্লিন্টন এই সাহায্যের কথা জানালেন।
XS
SM
MD
LG