অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত মুম্বাই হামলার আক্রমণকারী আজমল কাসাভের মৃত্যুদণ্ড কার্যকর করেছে



ভারত মুম্বাই হামলার একমাত্র জীবিত আসামি আজমল কাসাভের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০০৮ সালে একদল জঙ্গির আক্রমনে অন্তত ১৬৬ জন নিহত হয়।

মুম্বাইএর অদূরে পুনের একটি কারাগারে বুধবার মোহাম্মদ আজমল কাসাভের ফাঁসি কার্যকর করা হয়েছে।

২০১০ সালে পাকিস্থানী নাগরিক কাসাভকে সান্ত্রসী আক্রমণ, খুন এবং ভারতের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হওয়ার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। প্রাথমিক ভাবে নির্দোষ দাবী করলেও পরে ৩ দিন ধরে চলতে থাকা সন্ত্রাসী আক্রমণের সংগে তার সংশ্লিষ্ঠতার কথা স্বিকার করে।

কাসাভাসহ আরো ৯ জন স্বশস্ত্র পাকিস্তানী তরুণ ভারতের বানিজ্য শহর মুম্বাইএর বিলাসবহুল হোটেল, রেল ষ্টেশন এবং জুয়িস সেন্টারে হামলা চালায়।
XS
SM
MD
LG