অ্যাকসেসিবিলিটি লিংক

মিসরের প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষীগত করার অভিযোগঃ বিরোধীদলের প্রতিবাদ


মিসরের প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষীগত করার অভিযোগঃ বিরোধীদলের প্রতিবাদ


মিসরে প্রেসিডেন্ট মোহামেদ মুরসি যে নতুন ডিক্রি জারি করেছেন তার প্রতিবাদে বিরোধী দলের সমর্থকরা বেশ কয়েকটি শহরে মুসলিম ব্রাদারহুডের অপিসে অগ্নি সংযোগ করেছে। ধারণা করা হচ্ছে যে নতুন ঐ ডিক্রিতে সর্বোময় ক্ষমতা অধিকারের নীতি অনুসরণ করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে প্রতিবাদকারীরা সুয়েজ, পোর্ট সেইড, এবং ইসমাইলিয়া শহরে মুসলিম ব্রাদারহুডের অপিসে আগুন ধরিয়ে দিয়েছে।

প্রতিবাদকারীরা কায়রোর তাহরির চত্ত্বরে শুক্রবার জুমার নামাজের পর প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে।

বলা হচ্ছে “বিপ্লব রক্ষার জন্য” ডিক্রিটি জারি করা হয়েছে তবে বিরোধী দলের সদস্যরা এই পদক্ষেপ কে বেআইনী বলে উল্লেখ করেছে।
XS
SM
MD
LG