অ্যাকসেসিবিলিটি লিংক

এডিবি’র সাহায্যে বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন


এশীয় উন্নয়ন ব্যাঙ্ক , বাংলাদেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগের সড়ক উন্নয়নের জন্যে তহবিল যোগান দিয়েছে। এ ক্ষেত্রে উন্নয়ন সাধিত হলে গোটা দক্ষিণ এশিয়ায় ব্যবসা বানিজ্য এবং যোগাযোগ বৃদ্ধি পাবে।

এডিব ১৯ কোটি আশি লক্ষ ডলার এবং তার সহযোগী প্রতিষ্ঠান আরও ছ কোট ডলার সাহায্য দিচ্ছে । এতে ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে যোগাযোগের জন্যে ৭০ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। বর্তমানে দুই লেনের রাস্তাকে চার লেনের রাস্তায় পরিণত করা হবে যাতে ঐ অঞ্চলের প্রায় ৭০ লক্ষ লোক নতুন ব্যবসায়িক সুযোগ এনে দিয়েছে। এবং এর ফলে বাজার , শিক্ষা প্রতিষ্ঠান এবং সামজিক পরিষেবার নতুন সুযোগ সৃাষ্ট হবে।

এই উদ্যোগের কারণে বেনাপোল এবং বুড়িমারির স্থলবন্দরগুলিরও উন্নয়ন সাধন করা হবে।

এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক উয়ান মিরান্ডা বলছেন যে ঢাকা-চট্টগ্রাম –উত্তর পশ্চিমাঞ্চলের সংযোগকারী সড়ক উন্নয়নের ফলে বাংলাদেশের যোগাযোগের অবকাঠামো উন্নত হবে এবং বিশ্বের অন্যতম দরিদ্রতম ও ঘনবসতিপূর্ণ দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাকে উৎসাহিত করবে।

এই প্রকল্প ২০১৭ সালের শেষ নাগাদ সম্পন্ন হবারর কথা।
XS
SM
MD
LG