অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়াসের আরাফাতের দেহাবশেষ কবর থেকে তোলার পর আবার তা সমাধিস্থ করা হয়েছে


ফিলিস্তিনী কর্মকর্তারা বলছেন – আন্তর্জাতিক বিশেষজ্ঞবৃন্দ প্রয়াত ফিলিস্তিনী নেতা ইয়াসের আরাফাতের দেহাবশেষ মাটির নিচে থেকে তোলবার পর এখন আবার তা কবরস্থ করেছেন । তাঁর মৃত্যু বিষয়ে বাড়তি কোনো তথ্য পাওয়া যায় কিনা দেখতেই তাঁর দেহাবশেষ কবর থেকে ওপরে তোলা হয়েছিলো । পশ্চিম তটের রামাল্লার গণ সমাধি ক্ষেত্র থেকে ঐ দেহাবশেষ তোলা হয়েছিলো । দেহাবশেষ থেকে নেওয়া কিছু কিছু নমুনা ফরাসী , সূইস , রূশ ও ফিলিস্তিণী বিশেষজ্ঞদের কাছে তা হস্তান্তর করা হয়েছে – তাঁরা নিজ নিজ দেশ নিয়ে গিয়ে তা বিশ্লেষন-পরিক্ষা করে দেখবেন ।
আরাফাত মারা যান ২ হাজার চার সালে – রহস্যজনক এক অসূস্থতায় আক্রান্ত হবার পর । আরব জাহানে সেই তখন থেকেই গুজব চলে আসছে যে ইস্রাইল তাঁর ওপর বিষ প্রয়োগ করেছিলো । ইস্রাইল এহেন অভিযোগের দায় অস্বীকার করে ।
XS
SM
MD
LG