অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পরমানু আলোচনায় অগ্রগতি লাভ



জাতিসংঘের প্রধান পারমানু পরিদর্শক বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এবং ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং ইরানের বিতর্কিত পরমানু কর্মসূচি তদন্ত কিভাবে করা হবে সে বিষয়ে আগামী মাসে তারা একটি চুক্তিতে পৌঁছুতে পারবে।

হারম্যান নেকার্টস বলেন তেহরানে অনুষ্টিত আলোচনায় অগ্রগতি হয়েছে এবং জানুয়ারির ১৬ তারিখে দুই পক্ষের মধ্যে আরো বৈঠক অনুষ্ঠিত হবে ।

তিনি শুক্রবার ভিয়েনায় সাংবাদিকদের বলেন ইরানের কর্মকর্তাদের সংগে আইএইএ ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের বৈঠকে হয়েছে। গত আগাস্ট মাসের পর এটা ছিল প্রথম বৈঠক ।


ইতিমধ্যে বৃহস্পতিবার আমেরিকা ইরানের ৫ জন পরমানু বিজ্ঞানী এবং আরো ৭টি কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরা ইরানকে ইউরেনিয়াম পরিষোধণ করে পরমানু বোমা তৈরী করতে সক্ষম করে তুলছে।
XS
SM
MD
LG