অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে পুলিশ বিরোধীদের ওপরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে



মিশরের বিতর্কিত সংবিধানের প্রশ্নে দ্বিতীয় দফার গণভোটের আগে পুলিশ আলেক্সান্দ্রিয়ায় বিবদমান দুই পক্ষের ওপরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

শুক্রবার মোরসি বিরোধী এবং ইসলামপন্থীরা একে অপরের প্রতি পাথর ছুঁড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করা জন্য কাঁদানে গ্যাস ছুড়ে। তাতক্ষনিক ভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আলেক্সান্দ্রিয়ায় হাজার হাজার মিসরীরা ভোরবেলা থেকে রাস্তায় সমাবেত হয় এবং দেশের পতাকা হাতে শ্লোগান দিতে থাকে।

শনিবার দ্বিতীয় দফার ভোটের আগে কট্টরপন্থী ইসলামীদল বিশাল সমাবেশের ডাক দিয়েছে।

প্রস্তাবিত সংবিধানটিতে প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসীর মুসলিম ব্রাদারহুড এবং সেলাফীদল ব্যপকভাবে সমর্থন করলেও উদারপন্থী, ধর্মনিরপেক্ষ এবং বিরোধী খৃষ্টান দল এর বিরোধীতা করছে কারন এতে ইসলামিক আইনের ভূমিকা অনেক বাড়বে আর তাতে নারী অধিকারের উল্লেখ না থাকায় নাগরিক অধিকার তাতে লুপ্ত হবে।
XS
SM
MD
LG