অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার নেতা আরো শক্তিশালী রকেট প্রস্তুতের আহবান জানিয়েছেন


উত্তর কোরিয়ার নেতা সে দেশে আরো শক্তিশালী রকেট প্রস্তুতের আহবান জানিয়েছেন। উত্তর কোরিয়া গত সপ্তাহে সাফল্যজনকভাবে দূর পাল্লার রকেট উতক্ষেপন করে।

শনিবার সরকারী বার্তা সংস্থা জানায়, মিষ্টার কিম জং উন শুক্রবার পিয়ংইয়াংগে এক ভোজসভায় উত্তর কোরিয়ার রকেটের উন্নয়নের আহবান জানান।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশের সরকার উত্তর কোরিয়ার গত সপ্তাহের রকেট উৎক্ষেপনের নিন্দা করে। তাদের মতে, সেটি মূলতঃপক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা ছিলো। সেই উৎক্ষেপনের সময়ের বিষয়টি অনেক বিশ্লেষক ও পশ্চিমা কূটনীতিককে বিস্মিত করে। কারণ এর এক দিন আগে অনেকে এই আভাস পান যে, উত্তর কোরিয়া রকেটটিকে নিয়ে কারিগরী সমস্যার সম্মুখীন হয়ে তা ভেঙ্গে ফেলতে উদ্যোগ নিয়েছে।
XS
SM
MD
LG