অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভংগ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে


ভারতের রাজধানীতে বিক্ষোভকারীদের ছত্রভংগ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। ২৩ বছর বয়সী এক ছাত্রীর ওপর পাশবিক অত্যাচারের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবীতে বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মত রাজপথে নামে। শনিবার পুলিশ নতুন দিল্লিতে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। জনতা শ্লোগান দেয় “আমরা বিচার চাই”।

পুলিশ জানায়, তারা গত রবিবারের ঐ ঘটনার জন্য দায়ী সন্দেহে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাদের যাবজ্জীবন কারাদন্ড দেবার ইচ্ছে প্রকাশ করেছে।

পৈশাচিক আক্রমণের শিকার মহিলাটি তার একজন পুরুষ বন্ধুর সঙ্গে এক চার্টার্ড বাসে আরোহনের পর লোহার রড ধারী একদল ব্যক্তির বর্বরতার কবলে পড়ে।

ভারতের স্বরাষ্ট্র সচিব আর কে সিং শুক্রবার বলেন, ঐ ধরনের সহিংসতা বন্ধ করতে কয়েকটি পদক্ষেপ নেওয়া হবে। বাস চালককে লাইসেন্স দেবার আগে তার পরিচিতি পুংখানুপুংখভাবে খতিয়ে দেখা হবে; বাসের জানালা গুলি ঢেকে রাখা যাবেনা আর কালো কাচের জানালা নিষিদ্ধ করা হবে; এছাড়া বাস গুলিতে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করা হবে।
XS
SM
MD
LG