অ্যাকসেসিবিলিটি লিংক

গনধর্ষণ তদন্তের জন্য ভারত কমিশন গঠন করেছে


২৩ বছর বয়সের এক মেডিকেল কলেজের ছাত্রীকে যে গনধর্ষণ করা হয় এবং মারধোর করা হয়, ভারতে কর্তৃপক্ষ সে বিষয়ে বিশেষ তদন্ত শুরু করেছে। ওই আক্রমণে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে।

অর্থমন্ত্রী পি চিদাম্বরাম বুধবার ঘোষণা করেন যে নতুন দিল্লিতে ১৬ই ডিসেম্বারের ওই আক্রমণে পুলিশ কিভাবে সাড়া দিয়েছে তা মূল্যায়নের জন্য বিচার বিভাগীয় এক কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন মহিলাদের জন্য শহরকে কিভাবে নিরাপদ করা যায়, ওই কমিশন সে বিষয়ে সুপারিশ করবে।

কংগ্রেস পার্টির এক নেতা পি সি শার্মা বলেছেন নারীর বিরুদ্ধে অরাজকতা ব্যাপক হারে ঘটছে।

তিনি বলেন যে গত ৯ বছরে রাজ্যে ২৭ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে, ৩৬ হাজার মহিলা নিখোঁজ এবং ৫৬ হাজার মহিলাকে টিজ করা হয়েছে।প্রতিদিন প্রায় ৯ জন মহিলা ধর্ষণের শিকার হয় এবং তাদের মধ্যে ২ জন গন ধর্ষণের শিকার হয়।

ওই ছাত্রী এখনও হাসপাতালে আছেন। তার অবস্থা এখনও গুরুতরো। মেয়েটি ও তার এক পুরুষ বন্ধু একটি বাসে উঠলে এক দঙ্গল পুরুষ মেয়েটিকে ধর্ষণ করে ও লোহার ডান্ডা দিয়ে মারধোর করে এবং বাস থেকে ফেলে দেয়।

পুলিশ ৬ জন কথিত আক্রমণকারীকে গ্রেপ্তার করেছে।
XS
SM
MD
LG