অ্যাকসেসিবিলিটি লিংক

কংগ্রেসের সঙ্গে মতৈক্য অর্জের লক্ষ্যে আরেকবার প্রচেষ্টা চালানোর জন্য প্রেসিডেন্ট ওবামা ওয়াশিংটনে ফিরে এসেছেন


প্রেসিডেন্ট বারাক ওবামা
প্রেসিডেন্ট বারাক ওবামা
কংগ্রেসের সঙ্গে এক মতৈক্য অর্জের লক্ষ্যে আরেকবার প্রচেষ্টা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে ফিরে এসেছেন। তার লক্ষ্য হচ্ছে বাধ্যতামূলক কর বৃদ্ধি এবং ব্যয় সংকোচন প্রতিহত করা। মতৈক্য না হলে আগামী সপ্তাহে তা কার্যকর হবে।

বুধবার রাতে মি ওবামা হাওয়াই ত্যাগ করেন। তিনি তার বড়দিনের ছুটির মেয়াদ হ্রাস করেন। ২০১৩ সালের প্রথম দিনে ফিসকাল ক্লিফ নামে অভিহিত সঙ্কট ঘনিয়ে আসছে। বহু অর্থনীতিবিদ মনে করেন ৫০ হাজার কোটি ডলারের কর বৃদ্ধি ও ব্যয় সংকোচন, যুক্তরাষ্ট্রের নাজুক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেবে।
XS
SM
MD
LG