অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কংগ্রেস অর্থনৈতিক বিপর্যয় বা কথিত ফিসকাল ক্লিফ এড়ানোর পর বিশ্ববাজারে ঊর্ধোগতি



যুক্তরাষ্ট্র কংগ্রেস অর্থনৈতিক বিপর্যয় বা কথিত ফিসকাল ক্লিফ এড়িয়ে একটি চুক্তিতে পৌঁছানোর ফলে বিশ্বের সবচাইতে বিরাট অর্থনৈতিক মন্দা এড়ানো সম্ভব হ’ল। আর এর পরপরই বিশ্বব্যাপী ২০১৩ সালের শেয়ার বাজারের শুরু হচ্ছে ঊর্ধোগতিতে।

নতুন বছেরের প্রথমে লেনদে্নের ঊর্ধোগতিকে এশিয়ার শেয়ার বাজারে স্বাগত জানিয়েছে। হংকং শেয়ার বাজারের দর ২ দশমিক ৯ শতাংশ, সিডনী ১ দশমিক ২ শতাংশ এবং সিউল ১ দশমিক ৭ চশতাংশ বেড়েছে । জাপান এবং চীনের শেয়ার বাজার এখন ছুটির কারনে বন্ধ রয়েছে।

লন্ডন, ফ্রংকফুট এবং প্যারিসে দুপুড়ের মধ্যেই বাজারে ঊর্ধোগতি পরিলক্ষিত হচ্ছে দুই শতাংশের বেশি। যুক্তরাষ্ট্রেও লেনদেন শুরু হওয়ার আগেই শেয়ারের দাম দ্রুতই বাড়ছে।
XS
SM
MD
LG