অ্যাকসেসিবিলিটি লিংক

শিয়াদের সঙ্গে আশরাফ দেখা করছেন


পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোয়েটা শহরে গেছেন যেখানে শিয়ারা বৃহস্পতিবারের বোমা বিস্ফোরণে নিহত তাদের পরিবারের সদস্যদের মরদেহের পাশে আজ তৃতীয় দিনের মতো প্রতিবাদ বিক্ষোভ করছেন। ঐ বিস্ফোরণে প্রায় এক শ জন প্রাণ হারায়। মৃতকে কবর দিতে অস্বীকৃতি জানানো ইসলামি সমাজে চরম প্রতিবাদ কারণ সেখানে সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই মরদেহ সমাহিত করা হয়।

পুলিশ বলছে যে কোয়েটার ঐ বোমা আক্রমণের লক্ষ ছিল প্রধানত হাজার জাতিগোষ্ঠি যারা শিয়া মুসলমান। বে আইনী ঘোষিত সুন্নি দল লাশকার –এ- জাঙ্গভি ঐ সব হামলার দায় স্বীকার করে।

পাকিস্তানে শিয়াদের ওপর আক্রমণ ক্রমশই বাড়ছে। কোয়েটার একজন শিয়া নেতা , এই সব হত্যাকান্ড বন্ধ করতে অপরাগতার জন্যে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশফাকা কায়ানির সমালোচনা করেন।

পাকিস্তানে সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা ও সমালোচনা এমন এক সময়ে তীব্র হয়ে উঠছে যখন সেখানে আর কয়েক মাসের মধ্যে সাধারণ নির্বাচন হবার কথা আছে।
XS
SM
MD
LG